আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

রাস্তায় নামলেই জড়িয়ে ধরছে ‌‌‘করোনাভাইরাস’!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০১ ১৩:৫৬:২৪

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম এখন করোনাভাইরাস। এই ভাইরাসকে মোকাবিলায় বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করেছে। প্রতিবেশী দেশ ভারতেও চলছে লকডাউন। এই লকডাউনের মাঝেও যারা ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে সতর্ক করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির বেঙ্গালুরু রাজ্যের পুলিশ।

সম্প্রতি সেখানকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তি আসছিলেন, আর তাকে জড়িয়ে ধরেন করোনাভাইরাস প্রতীকের হেলমেট পরিহিত দুই পুলিশ সদস্য। এতে মুহূর্তেই আতঙ্কিত হয়ে যান ওই যুবক। কিছু বুঝে ওঠার আগেই অন্য দুই পুলিশ সদস্য শঙ্খ আর ঘণ্টা বাজাতে শুরু করেন।

এদিকে এমন ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন বেঙ্গালুরু পুলিশ। ভারতীয় গণমাধ্যমেও এই খবর প্রকাশ হয়েছে। মজার ছলে অনেকেই এই ভিডিও শেয়ার করে অন্যদের সচেতন করছেন।

সৌজন্যে : বিডি-প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/১ এপ্রিল ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন