আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

করোনা আতঙ্কে মারা যাওয়ার ভয়ে পিপিই চুরি , কারাগারে যুবক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০২ ১৩:৫৯:৫৪

সিলেটভিউ ডেস্ক :: সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ইংল্যান্ডের এক যুবক। নিজের সুরক্ষার কথা বিবেচনা করে পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) চুরি করেছিলেন তিনি। এ ঘটনার জেরে তাকে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, ৩৫ বছর বয়সী মার্ক মানলি একটি অ্যাম্বুলেন্স থেকে পিপিই চুরি করে ধরা পড়েছিলেন। এ ঘটনায় ক্রয়ডোন ম্যাজিস্ট্রেটস কোর্ট তাকে ছয় মাসের সাজা শুনিয়েছে। অবশ্য কেবল পিপিই চুরির জন্য তাকে এ সাজা দেওয়া হয়নি। চুরি করার মুহূর্তে ধরা পড়ে পালাতে গিয়ে সেখানকার নিরাপত্তা প্রহরীকে মেরে আহত করেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মার্ক মানলিকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। গত শনিবার ওই ব্যক্তি পিপিই চুরি করে ধরা পড়েছেন। তিনি একজন প্রহরীকে মেরে আহত করেছেন। পরে আরেকজনের কাছে ধরা পড়েছেন। তাকেও আহত করে পালানোর চেষ্টা করেছিলেন।

সৌজন্যে :  কালের কণ্ঠ,আইবিসি নিউজ

সিলেটভিউ২৪ডটকম/২ এপ্রিল ২০২০/মিআচৌ


শেয়ার করুন

আপনার মতামত দিন