আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

আতঙ্কে দ্বিতীয়বার করোনা পরীক্ষা করালেন ট্রাম্প

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৩ ১০:৩৯:০৫

সিলেটভিউ ডেস্ক :: দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষা করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আতঙ্ক থেকেই আবারও পরীক্ষা করান ট্রাম্প।

পরীক্ষার ফলাফল এবারও নেগেটিভ এসেছে বলে ট্রাম্পই নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মার্চের মাঝামাঝিতে করোনাভাইরাস পরীক্ষা করান ট্রাম্প।

দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষার বিষয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ সকালেই এটি করিয়েছি। ফলাফল নেগেটিভ এসেছে।

এবারের পরীক্ষায় ট্রাম্প দ্রুত সম্পন্ন হয় এমন নতুন পদ্ধতি অবলম্বন করেন। যার মাধ্যমে মাত্র ১৫ মিনিটেই ফল পাওয়া যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ৬৬ জনে দাঁড়িয়েছে। আর মারা গেছেন ৬ হাজার ৭৫ জনেরও বেশি মানুষ। সূত্র: সিএনএন

সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/৩ এপ্রিল ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন