আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বেলজিয়ামে ৩ বাংলাদেশিসহ আরও আক্রান্ত ১৪২২ জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৩ ২১:৪৫:১৯

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বেলজিয়ামে এই প্রথম তিন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এনিয়ে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের হয়েছেন ১,৬৭৭০ জন। তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ১,৪২২ জন।

শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৭২ জন। এছাড়াও আশংকাজনক ১২০৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪২২ জন।

এদিকে, দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার আরোপিত সকল বিধি নিষেধের মেয়াদ ১৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

সৌজেন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/৩ এপ্রিল ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন