আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

করোনা: ৩ মিনিটের জন্য স্তব্ধ সমগ্র চীন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৪ ১২:০৪:৩৬

সিলেটভিউ ডেস্ক :: চীনে কভিড-১৯ করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই করোনা ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৬৩৯ জন।

করোনায় প্রাণহানির কারণে তিন মিনিটের শোক পালন করেছে চীন। আজ শনিবার স্থানীয় সময় ১০টায় চীনের মানুষ তিন মিনিট দাঁড়িয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় চীনে গাড়ি, ট্রেন, জাহাজের হর্নও বাজেনি এবং পতাকা অর্ধনমিত রাখা হয়।

চীন থেকে ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০ লাখ ৯৮ হাজার ৩৯০ জন এবং মারা গেছে ৫৯ হাজার ১৫৯ জন। 

সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/৪ এপ্রিল ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন