আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জার্মানিতে প্রথমবারের মতো প্রকাশ্যে মাইকে আজান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৪ ১৯:৪৯:৫৮

সিলেটভিউ ডেস্ক :: জার্মানিতে প্রথমবারের মতো প্রকাশ্যে মাইকে আজান দেয়ার অনুমতি দেয়া হয়েছে। শুক্রবার বার্লিনের একটি মসজিদে মাইকে আজান দেয়ার সময় প্রচুর মানুষের সমাগম ঘটে।

করোনাভাইরাসের কারণে মানুষের মনোবল বাড়াতে দেশটির চার্চগুলিতে প্রতিদিন সন্ধ্যায় ঘণ্টা বাজানো হয়। বিশ্বের যে কয়টি দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা খুব দ্রুত বাড়ছে জার্মানি তার মধ্যে অন্যতম।

ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত ৯১১৫৯ জন।আর মারা গেছেন ১২৭৫ জন। এদিকে জার্মানিতে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/৪ এপ্রিল ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন