আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

করোনার ভয় নাকি পেটের ক্ষুধা? উভয় সংকটে অভিবাসী শ্রমিকরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৫ ১৪:১০:২২

সিলেটভিউ ডেস্ক :: করোনার তান্ডবে গোটা বিশ্ব আজ লন্ডভন্ড। এরই মধ্যে বেশি কিছু দেশে চলছে লকডাউন। আর এই পরিস্থিতিতে উভয় সংকটে পড়েছে এশিয়ার অভিবাসী শ্রমিকরা। করোনা থেকে প্রাণ বাঁচানোর চেয়ে পেট বাঁচানোই মুখ্য হয়ে উঠেছে তাদের কাছে।

গোটা বিশ্বে ৪ কোটি ২০ লাখের মত অভিবাসী কৃষিকাজ সহ অন্যান্য খাতে দিন মজুরের কাজ করে। লকডাউনের সময়ে কাজ না থাকায় চরম বিপাকে পড়েছে তারা। আবার অনেক জায়গায় কাজ থাকলেও করোনার ভয়কে তুচ্ছ জ্ঞান করে জীবন কাটাচ্ছে তারা।  করোনার আতঙ্কে চেয়ে অর্থের সংকটে তারা বেশি ভীত।

সিঙ্গাপুরের ডরমেটরির একটি ঘরে ১০ থেকে ১২ জনের শ্রমিক বাস করে। যে ঘরের কখনো সময় দেখা যায় ১ টি মাত্র জানালা।   সেই সাথে সবার সাথে শেয়ার করতে হয় টয়লেট। একজন শ্রমিকের ঘুমানোর জায়গা ২.৫ স্কয়ার মিটার যা সিংগেল বিছানার চেয়ে সামান্য বেশি। এমন জায়গায় করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার মত বিষয়টি অবান্তর।

এখন পর্যন্ত সিঙ্গাপুরে  ১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে ১৩০ জন বাংলাদেশ, ভারত ও মালোয়েশিয়ার নাগরিক। যা শতকরা হিসেবে মোট সংখ্যার ১০ ভাগ।

এদিকে বাংলাদেশের জিডিপির শতকরা ৬ ভাগ আসে বিদেশি রেমিটেন্স থেকে । নেপালে এই সংখ্যা শতকরা ২৯ ভাগ। 

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/ ৫ এপ্রিল ২০২০/ মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন