আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

করোনা: গণকবর খুঁড়ছে ইউক্রেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৫ ১৬:২০:০৬

সিলেটভিউ ডেস্ক :: ইউক্রেনেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশটির এক হাজার দু’শ ৫১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩২ জন। ধারণা করা হচ্ছে করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে দেশটিতে। তাই করোনায় মৃতদের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন তারা। গণকবর খোঁড়া শুরু হয়েছে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিনিপ্রো শহরে ।

কিয়েভ পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত ৩ এপ্রিল ৬০০টির মত গণকবর খোঁড়া হয়েছে ইউক্রেনের ডিনিপ্রো শহরে। সরকারের সহায়তায় খোঁড়া হয়েছে এসব গণকবর। এছাড়া মরদেহের জন্য কয়েক হাজার ব্যাগও প্রস্তুত রাখা হয়েছে। করোনায় মৃতদের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন তারা। এছাড়া এই কর্মকাণ্ডের মাধ্যমে তারা মানুষকে কোয়ারেন্টিনের বিষয়ে সচেতন করতে চান।

এদিকে, করোনার কলো থাবায় একের পর এক শহর মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২০ জন। আর এখন পর্যন্ত ১২ লাখ এক হাজার নয়শ ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন দুই লাখ ৪৬ হাজার ছয়শ ৩৪ জন।

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/৫ এপ্রিল ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন