আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

করোনা পরীক্ষাকেন্দ্র ভেঙে দিল উত্তেজিত জনতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ১২:৩৪:৩৯

সিলেটভিউ ডেস্ক :: পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের আবিদজান শহরে করোনাভাইরাস পরীক্ষার জন্য নির্মাণাধীন ভবন ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। উত্তেজিত জনতা নির্মাণাধীন ভবনটি ভেঙে দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

আইভরি কোস্টের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনা রোগীদের পরীক্ষার জন্য ভবনটি নির্মাণ করা হচ্ছিল। কয়েক ডজন মানুষ এসে সেটি ভেঙে ফেলেন এবং চিৎকার করেন। তারা বলছিলেন, আমরা এটা চাই না।

জানা গেছে, ইয়োপগোন জেলায় করোনা পরীক্ষা কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছিল। সেখানে অন্তত ৫০ লাখ মানুষের বসবাস। মানুষজন বলছে, করোনাভাইরাস পরীক্ষার জন্য ওই কেন্দ্রটি তাদের বাড়ির একেবারে কাছে নির্মাণ করা হচ্ছিল। ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা এখন থেকে তাদের বাড়ির পাশেই আনাগোনা করবে ভেবে আতঙ্কিত হয়ে তারা সেটি ভেঙে ফেলেছেন।

জানা গেছে, সে দেশে এখন পর্যন্ত ২৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিনজন। গত ২৩ মার্চ থেকেই দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে।

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/৬ এপ্রিল ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন