আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সলোমনে সাইক্লোন হ্যারল্ডের তাণ্ডবে নিহত ২৭

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৭ ১২:০৭:৫৮

সিলেটভিউ ডেস্ক :: প্রশান্ত মহাসাগরীয় সলোমন দ্বীপপুঞ্জে সাইক্লোন হ্যারল্ডের তাণ্ডবে ২৭ জন নিহত হয়েছেন।

সোমবার ভানুয়াতুতে আঘাত হানে সাইক্লোনটি। সাফির-সিম্পসন স্কেলে পাঁচ মাত্রার এই সাইক্লোনটির ঘণ্টায় বাতাসের বেগ ছিল ২১৫ কিলোমিটার।

সংবাদ সংস্থা বিবিসির তথ্যানুযায়ী, সলোমনে সাইক্লোনের সতর্কতা অগ্রাহ্য করে শুক্রবার সকালে ফেরি যোগে এলাকা ছাড়ার সময় সাইক্লোনের কবলে পড়েন যাত্রীরা। প্রবল বাতাস উপেক্ষা করেই ৭৩৮ জন আরোহী নিয়ে যাত্রা শুরু করেছিল এমভি তাইমারেহো। করোনাভাইরাসের আতঙ্কের কারণেই তারা এলাকা ছাড়ার চেষ্টা করছিলেন।

জানা গেছে, করোনাভাইরাস মহামারির কারণে তিন লাখ জনসংখ্যা অধ্যুষিত ভানুয়াতুতে আগে থেকেই জরুরি অবস্থা জারি ছিল।

সিলেটভিউ২৪ডটকম/৭ এপ্রিল ২০২০/ ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন