আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

এখনো করোনা শনাক্ত হয়নি, দাবি উত্তর কোরিয়ার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ১৩:১৪:০৭

সিলেটভিউ ডেস্ক :: উত্তর কোরিয়ার মোট ৭০০ জনের বেশি মানুষের কভিড-১৯ করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ৫০০ এর বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এসব তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে পিয়ংইয়ং জানিয়েছে, আজ বৃহস্পতিবার পর্যন্ত উত্তর কোরিয়ায় কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।

উত্তর কোরিয়া সরকারের এমন ভাষ্য নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। তবে ভাইরাস বিশ্বের ছড়িয়ে পড়ার শুরু থেকে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছিল উত্তর কোরিয়া। জানুয়ারির শেষ দিকেই তারা তাদের সীমান্ত বন্ধ করে দেয়, চীনের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগও ছিন্ন করে। অথচ এই চীনের সাথেই উত্তর কোরিয়ার সিংহভাগ (১০ ভাগের ৯ ভাগ) বাণিজ্য হয়ে থাকে। উত্তর কোরিয়া সব কূটনীতিককে এক মাস কোয়ারেন্টাইনেও রেখেছিল। শুধু তাই নয়, শুরু থেকেই সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করেছে উত্তর কোরিয়া।

সৌজন্যে :বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম /৯ এপ্রিল ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন