আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

আম্ফানের তাণ্ডবে লণ্ডভণ্ড বিমানবন্দর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২১ ১৬:০০:২৯

সিলেটভিউ ডেস্ক :: কলকাতার ওপর দিয়ে প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে বয়ে গেছে ঘূর্ণিঝড় আম্ফান। ইতিমধ্যেই তছনছ হয়েছে গোটা শহর।

আম্ফানের ধ্বংসলীলা থেকে রেহাই পায়নি কলকাতা বিমানবন্দরও। রানওয়ে থেকে শুরু করে হ্যাঙার, যেখানেই চোখ যাবে শুধু জলে থইথই করছে।

বুধবার সন্ধ্যায় আম্ফান ধ্বংসলীলা চালায় বিমানবন্দরে। হ্যাঙার ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়ার ওই হ্যাঙারে একটি বিমানও রাখা ছিল। তবে বিমানের কোনও ক্ষতি হয়নি বলে জানা গেছে। তবে অন্যান্য হ্যাঙারগুলোর অবস্থা খুবই খারাপ। সবকিছু ঠিকঠাক করতে সময় লাগবে বলেই জানা গেছে।

সৌজন্যে : নিউজ১৮, বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/২১ মে ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন