আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সৌদি এয়ারলাইন্সের আড়াই লাখ বিমানকর্মী চাকরি হারাচ্ছেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২২ ০৩:৪৯:৫৮

সিলেটভিউ ডেস্ক :: সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে সতর্ক করে দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়শন (আইএটিএ) বলছে, সংস্থাটি কয়েক বিলিয়ন ডলারের লোকসান গুণতে যাচ্ছেন। এর কারণে বৃহৎ এই কোম্পানির প্রায় আড়াই লাখ কর্মী চাকরি হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অ্যারাবিক ল্যাংগুয়েজের এক নিউজ সাইটের বরাতে জানা যায়, সৌদি রাজপরিবারের নেয়া নানা সিদ্ধান্তের বলি হতে যাচ্ছেন এইসব কর্মী।

আইএটিএ ইতোমধ্যে সৌদি সরকারকে এই সেক্টরে অর্থ দিয়ে সহায়তা করার প্রস্তাব দিয়েছে। সেইসঙ্গে এই সেক্টর থেকে কর আদায় বন্ধ করতেও তারা আহ্বান জানিয়েছে।

মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে গোটা বিশ্বেই এই খাত মুখ থুবড়ে পড়েছে। দেশগুলো আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয়েছে। বড় বড় এয়ারলাইন্স কোম্পানিগুলো লোকসানের কারণে কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে।

সৌজন্যে : এভিয়েশন নিউজ

সিলেটভিউ২৪ডটকম/২২ মে ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন