আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

করোনা নিয়ন্ত্রণে সাফল্যে জরুরি অবস্থা তুলে নিল জাপান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৫ ১৯:২৫:৪১

সিলেটভিউ ডেস্ক :: করোনা নিয়ন্ত্রণে আসায় দীর্ঘদিনের জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দীর্ঘ প্রায় দুই মাসের চেষ্টায় সাফল্য অর্জনের পর সোমবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে জরুরি অবস্থা প্রত্যাহারের এই ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘জরুরি অবস্থা তুলে নেয়ার জন্য আমাদের কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল। আমরা বিচার-বিশ্লেষণ করে দেখেছি- এসব মানদণ্ড পূরণ হয়েছে।’ জাপানের এই প্রধানমন্ত্রী বলেন, গত ৭ এপ্রিল প্রথমবারের মতো কিছু কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারির পর কোভিড-১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে তার দেশ। যদিও পরবর্তীতে দেশজুড়ে দফায় দফায় এই জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হয়।

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সরকারের সমালোচনা শুরু হলে ৭ এপ্রিল জরুরি অবস্থা জারি করেন শিনজো আবে। জাপানে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার মানুষ। মারা যায় ৮২৫ জন। করোনা সংক্রমণ কমে আসায় গত ১৪ মে থেকেই লকডাউন শিথিল করা হয়। কিন্তু টোকিওসহ চার শহরে জরুরি অবস্থা বজায় রাখা হয়। এখন তাও প্রত্যাহার করা হলো।

সৌজন্যে :  কিয়দো নিউজ,  কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/২৫ মে ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন