আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৭ ২২:২৭:৫৭

সিলেটভিউ  ডেস্ক :: ইসরায়েল একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।আর সেটি হলো-জর্ডান ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।এ প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

লেবাননের নূর রেডিও চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে হাসান নাসরুল্লাহ এ হুঁশিয়ারি দেন।

ইসরায়েলকে ক্যান্সার বলে আখ্যায়িত করে হাসান নাসরুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী সরকারের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।

তিনি বলেন, এই পরিকল্পনা অনুসারে ইসরায়েল পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার পরিকল্পনা হাতে নিয়েছে।  ফিলিস্তিনিদের জন্য বিকল্প রাষ্ট্র হিসেবে জর্ডান ভুখণ্ডকে তারা ঠিক করেছে।

হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার সাহস করবে না। কারণ তারা মুসলিম এ দেশটির প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে জানে।

তিনি বলেন, ইসরায়েল কোনোরকম যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যের সমস্ত প্রতিরোধকামী সংগঠন তাতে জড়িয়ে পড়বে।

হিজবুল্লাহর মহাসচিব বলেন, ইসরায়েল যদি হামলা চালায় তবে হিজবুল্লাহ এমন কঠোর জবাব দেবে যার মুখে বর্ণবাদী ইসরায়েলি সরকারের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

সৌজন্যে : কালের কণ্ঠ
সিলেটভিউ২৪ডটকম/২৭ মে ২০২০/ডেস্ক/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন