আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

যুক্তরাষ্ট্রে প্রাণহানি ১ লাখ ছাড়াল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৮ ২০:৪৮:২০

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে।দেশটিতে চার মাসেরও কম সময়ে এই প্রাণহানির ঘটনা ঘটল।

অন্য যেকোনো দেশের তুলনায় এটি বেশি প্রাণহানির ঘটনা।

যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৬৯ মিলিয়ন জন করোনায় সংক্রামিত হয়েছে বলে নিশ্চিত হ্ওয়া গেছে।

বিশ্বব্যাপী মোট সংক্রমণের ৩০ শতাংশ যুক্তরাষ্ট্রে ঘটেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যে ওয়াশিংটন রাজ্যে ২১ শে জানুয়ারি প্রথম সংক্রমণের খবর পাওয়া যায়।

গত বছরের শেষদিকে চীনের উহান শহর থেকে এই  ভাইরাসের উদ্ভব হয়।এরপর বিশ্বব্যাপী করোনায় সংক্রামিত হয়েছে ৫ দশমিক ৬ মিলিয়ন লোক। আর মারা গেছে ৩ লাখ ৫৪,৯৮৩ জন ।

মেরিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৭৬ জন।


সৌজন্যে : বিবিসি
সিলেটভিউ২৪ডটকম/২৮ মে ২০২০/ডেস্ক/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন