আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৮ ২৩:৩২:১৯

সিলেটভিউ ডেস্ক :: লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে স্থানীয় এক মানবপাচারকারীর পরিবারের সদস্যরা গুলি করে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এদের সঙ্গে আফ্রিকার নাগরিক আরও চারজন হত্যার শিকার হয়েছে।

একই সময়ে আরও ১১ জন বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছেন বলে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম দ্য লিবিয়া অবজারভার তাদের ফেসবুক পাতায় এক পোস্টে এই খবর দিয়েছে। লিবিয়া প্রবাসী কল্যাণ ফোরামের ফেসবুক পাতায়ও এই খবর দেয়া হয়েছে।

লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার রাতে অভিবাসীদের হাতে কোনোভাবে খুন হন অভিযুক্ত মানবপাচারকারী। এই ঘটনার জেরে ওই পাচারকারীর সহযোগী এবং আত্মীয়-স্বজনেরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালায়। এসময় ২৬ জন বাংলাদেশি ও চার আফ্রিকান নাগরিকসহ মোট ৩০ জন ঘটনাস্থলে মারা যান।

দ্য লিবিয়া অবজারভারের পোস্টে বলা হয়েছে, নিহত বাংলাদেশিরা দেশটির মিজদা শহরে ওই মানবপাচারকারীর জিম্মায় ছিলেন। তাকে আগেই হত্যা করা হয়।

সৌজন্যে : ঢাকাটাইমস
সিলেটভিউ২৪ডটকম/২৮ মে ২০২০/ডেস্ক/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন