আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

করোনায় আক্রান্ত বেলজিয়ামের যুবরাজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩১ ১৪:১৫:১৪

সিলেটভিউ ডেস্ক :: বেলজিয়াম থেকে স্পেনে গিয়ে পার্টিতে অংশ নেয়ার পর কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন দেশটির যুবরাজ প্রিন্স জোয়াকিম।

রয়্যাল প্যালেস থেকে জানানো হয়েছে, ২৮ বছর বয়সী জোয়াকিম ২৬ মে একটি ইন্টার্নশিপের জন্য স্পেনে যান।

দুদিন বাদে দক্ষিণাঞ্চলের করডোবা শহরে একটি পার্টিতে অংশ নেন।সেখানে জমায়েতে আনন্দ করেন তিনি। এরপরই কোভিড-১৯ পজিটিভ হন।

ভিক্টোরিয়া অর্টিজ নামের এক স্প্যানিশ তরুণীর সঙ্গে বেলজিয়ামের যুবরাজের সম্পর্কের খবর জানায় বিবিসির।এ কারণে প্রায়ই তিনি দেশটিতে যান। এবারও তিনি সেখানে গিয়েছিলেন।

স্পেনের একাধিক গণমাধ্যম জানিয়েছে, বেলজিয়ামের রাজা ফিলিপের ভাতিজা জোয়াকিম-সহ ওই পার্টিতে মোট ২৭ জন অংশ নেন।

করডোবার লকডাউন নির্দেশনা অনুযায়ী, ১৫ জনের বেশি এক জায়গায় জমায়েত হওয়া যায় না।

স্প্যানিশ পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। আয়োজকদের ১০ হাজার ইউরো জরিমানা হতে পারে।

স্পেন সরকারের একজন মুখপাত্র এই পার্টিতে অংশ নেয়া সবাইকে ‘দায়িত্ব-জ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/৩১ মে ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন