Sylhet View 24 PRINT

আমেরিকাজুড়ে বিক্ষোভ , বড় শয়তানের পতনের লক্ষণ আরও স্পষ্ট হয়েছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০২ ১১:৪৭:১৫

সিলেটভিউ ডেস্ক :: ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘বড় শয়তান’ আমেরিকার পতনের লক্ষণ আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়েছে। পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে আমেরিকায় ছড়িয়ে পড়া ব্যাপক বিক্ষোভের কথা উল্লেখ করে এক টুইটার বার্তায় তিনি ওই মন্তব্য করেন।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি ওই টুইটার বার্তায় বিক্ষোভকারীদের ভয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূগর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করেন।

এছাড়া, তিনি আমেরিকার হুমকি সত্ত্বেও ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারের ভেনিজুয়েলা পৌঁছে যাওয়ার কথা উল্লেখ করেন।   
গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড নির্মমভাবে নিহত হন।গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের গলা পা দিয়ে চেয়ে ধরেছেন এবং এ সময় ফ্লয়েড ‘আমার দম বন্ধ হয়ে আসছে’ বলে চিৎকার দিচ্ছেন। এর কিছুক্ষণের মধ্যেই দম বন্ধ হয়ে মারা যান ওই কৃষ্ণাঙ্গ যুবক।

ফ্লয়েডের হত্যাকাণ্ডের জেরে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির ওয়াশিংটন, নিউ ইয়র্ক, পোর্টল্যান্ড, লস অ্যাঞ্জেলসসহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই বিক্ষোভ থামাতে যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্যের কমপক্ষে ২৫টি শহরে কারফিউ জারি করা হয়েছে। এ পর্যন্ত প্রায় দেড় হাজার বিক্ষোভকারীকে আটক করেছে মার্কিন পুলিশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্ত হাতে বিক্ষোভ দমনের নির্দেশ দিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/২ জুন ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.