Sylhet View 24 PRINT

হাঁটুগেড়ে বসে আন্দোলনকারীদের সামনে কাঁদলেন মার্কিন পুলিশ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৩ ১৩:৪০:২১

সিলেটভিউ ডেস্ক :: আন্দোলনকারীদের সামনে হাঁটুগেড়ে বসে কাঁদলেন মার্কিন পুলিশের সদস্যরা। অপরাধ একজনের, অনুতাপ সবার- এমন বার্তা দিলেন আমেরিকার নর্থ ক্যারোলিনার ৬০ পুলিশ সদস্য। কেউ কেউ এসময় কান্নায়ও ভেঙে পড়েন। খবর ডেইলি মেইল'র।

জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে কয়েকজন শ্বেতাঙ্গ পুলিশ গত ২৫ মে গলায় হাঁটুচেপে হত্যা করলে দেশটিতে তীব্র আন্দোলন শুরু হয়। চলমান এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে অধিকাংশ অঙ্গরাজ্যের পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছে। তবে ব্যতিক্রম চিত্রও আছে।

ফায়েটভিল অঞ্চলে গত সোমবার আন্দোলনকারীরা পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। কিন্তু তারা থামতে অপরাগতা প্রকাশ করেন। এরপর মুর্চিসন রোডে দায়িত্বে থাকা ৬০ পুলিশ সদস্য হাঁটুগেড়ে বসে পড়েন। একটি ভিডিওতে এভাবে ৩০ সেকেন্ড থাকতে দেখা যায় তাদের।

ক্যারোলিনা পুলিশের পক্ষ থেকে পরে টুইটে জানানো হয়, ‘ব্যথা অনুভবের প্রদর্শনী হিসেবে, আমাদের জাতীয় সমতা আর ন্যায় বিচার দাবির প্রতি সমর্থন জানাতে পুলিশ সদস্যরা এভাবে নতজানু হয়েছেন।’

সিলেটভিউ২৪ডটকম/৩ জুন ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.