আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বিয়ের অনুষ্ঠান থেকে নতুন করে করোনা ছড়াল ইরানে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৬ ১৯:৫৫:১৫

সিলেটভিউ ডেস্ক :: শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নতুন ভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে তিনি জানান যে,  দ্বিতীয় সংক্রমণের (সেকেণ্ড ওয়েভ) ঝুঁকি সত্ত্বেও অর্থনীতি সচল রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই।

ইরানে করোনাভাইরাসের সংক্রমণ কমায় মধ্য এপ্রিল থেকে লকডাউন শিথিল করা শুরু হয়।

সম্প্রতিক দিনগুলোতে ইরানে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে।

ইরানে বৃহস্পতিবার ৩ হাজার ৫৭৪ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়। দেশটিতে ফেব্রুয়ারিতে প্রাদুর্ভাব শুরুর পর এটাই সর্বোচ্চ সংখ্যা।

ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেয়া বক্তব্যে রুহানি বলেন, আমরা একটি এলাকায় করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে দেখেছি। একটি বিয়ের অনুষ্ঠান থেকে এ সংক্রমণ ছড়িয়েছে।

তিনি বলেন, এই বিষয়টি জনগণ ও স্বাস্থ্যকর্মীদের জন্য সমস্যা সৃষ্টি করেছে।এতে অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করেছে।

বিয়ের অনুষ্ঠানটি কোথায় হয়েছিল, তা বলেননি হাসান রুহানি।

ইরানে শুক্রবার ২ হাজার ৮৮৬ জন কভিড-১৯ রোগী শনাক্ত করা হয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ১৫৬।আর মারা গেছেন ৮ হাজার ১৩৪ জন।


সৌজন্যে : রয়টার্স / কালের কণ্ঠ
সিলেটভিউ২৪ডটকম/০৬ জুন ২০২০/ডেস্ক /জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন