আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বাইরের দেশ থেকে আসা কর্মীরা এলিয়েন: ট্রাম্প

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-২৩ ১২:৫৫:৪২

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমে ৬০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা দিলেও এই মেয়াদ বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে জানানোর সময় অন্য দেশ থেকে আসা কর্মীদের 'এলিয়েন' বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাইরে দেশের কর্মীদের 'অ্যালিয়েন' সম্বোধন করে সোমবার ট্রাম্প সাফ জানান, যুক্তরাষ্ট্রে চাকরির জন্য যারা উদগ্রীব হয়ে উঠেছেন, তাদের জন্য প্রবেশাধিকার আপাতত বন্ধ। আগেই ৬০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল এইচ ওয়ান বি, এইচ টু বি ভিসা। এবার সম্পূর্ণ এই বছরের জন্য এটি বাড়ানো হলো।

গত ২২ এপ্রিল ইউ এস টেক ওয়ার্কার্স নামে একটি বেসরকারি সংস্থার আবেদনের ভিত্তিতে আমেরিকাবাসীদের সুবিধার জন্য ভিসা ৬০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিলেটভিউ২৪ডটকম/২৩ জুন ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন