আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সনাতন ওষুধ দিয়ে চীনে করোনার চিকিৎসা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-২৯ ২০:০৮:৫৫

সিলেটভিউ ডেস্ক :: বিজ্ঞানীরা যখন কোভিড-১৯ রোগের টিকা উদ্ভাবনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, চীন তখন জোর দিচ্ছে এর চিকিৎসায় সনাতন ওষুধ ব্যবহারের ওপর। এই চিকিৎসা ট্র্যাডিশনাল চায়নিজ মেডিসিন বা টিসিএম হিসেবে পরিচিত।

চীন সরকারের সরকারি কাগজপত্রে দেখা যাচ্ছে, দেশটিতে যতো মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের ৯২ শতাংশ কোনো না কোনোভাবে এই চিকিৎসা নিয়েছেন। খবর বিবিসির।

বিশ্বের প্রাচীনতম এক চিকিৎসা এই টিসিএম যাতে ভেষজ ও আকুপাংচার থেকে শুরু করে তাই চি পদ্ধতিও ব্যবহার করা হয়। চীনে এই চিকিৎসা প্রচণ্ড জনপ্রিয়। তারপরেও প্রায়শ এটি নিয়ে বিতর্ক হতে দেখা যায়।

করোনাভাইরাসের চিকিৎসায় বেইজিং টিসিএমকে দেশে বিদেশে জনপ্রিয় করে তোলার চেষ্টা চালাচ্ছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এর কার্যকারিতা নিয়ে খুব একটা নিশ্চিত নন।

সৌজন্যে :  ঢাকা টাইমস
সিলেটভিউ২৪ডটকম/২৯ জুন ২০২০/ ডেস্ক /জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন