Sylhet View 24 PRINT

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-৩০ ১১:৩৬:১৭

সিলেটভিউ ডেস্ক :: ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল ।সূত্রের খবর, জুলাই মাস থেকেই দু’দফায় এই পরীক্ষা শুরু হবে।

হায়দরাবাদের ভারত বায়োটেক এবং আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ) যৌথ প্রচেষ্টায় কোভ্যাকিসন তৈরি করেছে। আগামী দিনে করোনা প্রতিরোধে কোভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ব্যাপারে আশাবাদী বহু ভারতীয় বিজ্ঞানীই। তাদের মতে, কোভ্যাকসিন ইতিমধ্যেই নিরাপদ প্রমাণিত হয়েছে। সফলভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলায় এই ভ্যাকসিন কার্যকরী হতে চলেছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

উল্লেখ্য, কোভ্যাকসিন তৈরি হচ্ছে সার্স কোভ-২ নামক সংক্রমক ভাইরাসেরই স্ট্রেন থেকে। মে মাসেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ৩০টি দল ভ্যাকসিন তৈরির কাজ করছে। কর্মরত এক বিজ্ঞানী সংবাদমাধ্যমকে জানান, ১৫ বছরের কাজ ১ বছরের মধ্যে সেরে ফেলার চ্যালেঞ্জ নিয়েছেন বিজ্ঞানীরা। বিশ্বজুড়েই অবশ্য নজিরবিহীন তৎপরতায় ভ্যাকসিন তৈরির কাজ চলছে। দিন কয়েক আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় ভ্যাকসিনগুলোর মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি বাজারে আসতে পারে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। সূত্র: নিউজ এইটটিন

সিলেটভিউ২৪ডটকম/৩০ জুন ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.