আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

লকডাউন ভঙ্গ করায় নিউ জিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০২ ১০:৩৭:২৭

সিলেটভিউ ডেস্ক :: লকডাউনের নিয়ম ভঙ্গ করে সমালোচিত হওয়ার পর নিউ জিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার তার পদত্যাগ পত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দান।

সাফল্যের সঙ্গে করোনাভাইরাসকে মোকাবেলা করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে নিউ জিল্যান্ড। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে মাত্র ১৫২৮ জন এবং মারা গেছে ২২ জন।

এদিকে লকডাউনের নিয়ম ভঙ্গ করে পরিবারকে নিয়ে সৈকতে বেড়াতে গিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রী। এ নিয়ে সমালোচনা শুরু হয়। দেশের সরকারের ভাবমূর্তির ওপর বিষয়টি নেতিবাচক প্রতিচ্ছবি তৈরি করতে পারে তাই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ পত্র জমা দেন। 

সিলেটভিউ২৪ডটকম/২ জুলাই ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন