আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

ভারত-চীন সংঘর্ষের পর এই প্রথম কড়া বার্তা নরেন্দ্র মোদির

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৩ ২১:০৮:৩৭

সিলেটভিউ ডেস্ক :: গত ১৫ জুন ভারত-চীন রক্তক্ষয়ী সংঘর্ষের পর লাদাখে গিয়ে বেইজিংকে কড়া বর্তা দিলেন নরেন্দ্র মোদি। আজ শুক্রাবার লাদাখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দুর্বল কখনোই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। সাহসীরা করেন।


সীমান্তে ভারতীয় সেনা সদস্যদের উৎসাহ দিতে নরেনদ্র মোদি আরো বলেন, ‘শত্রুপক্ষ আপনাদের আগুন ও ক্রোধ দেখেছে।’ সংঘর্ষের পর এই প্রথম এতো কঠোর বার্তায় মুখ খুললেন মোদি। চীনের নাম না করে তিনি বলেন, সম্প্রসারণবাদের দিন শেষ হয়েছে, এটা উন্নতির সময়। ইতিহাস সাক্ষী আছে। প্রত্যেকবার হয় সম্প্রসারণবাদীরা হেরেছে, না হলে পিছু হঠতে বাধ্য হয়েছে।
 
দেশটির সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে মোদি বলেন, ভারতের প্রতিটি নাগরিক বিশ্বাস করে আপনারা দেশকে নিরাপদ ও আরো শক্তিশালী বানাচ্ছেন। আপনাদের সাহস এই স্থানের উচ্চতার থেকেও উঁচু। আপনাদের হাত এই পাহাড়ের থেকেও শক্তিশালী। আপনাদের প্রত্যয়, সংকল্প এই পর্বতগুলোর মতোই অটল।


সৌজন্যে : কালের কণ্ঠ
সিলেটভিউ২৪ডটকম/৩ জুলাই ২০২০/ডেস্ক / জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন