আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সৌদিতে করোনায় পাঁচ শতাধিক বাংলাদেশির মৃত্যু, আক্রান্ত প্রায় ২০ হাজার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৫ ১৫:৪০:৩৫

সিলেটভিউ ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ৭ জন চিকিৎসক সহ ৫১৮জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ২০হাজার বাংলাদেশি।

সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন ১৮৫৮জন। মোট আক্রান্ত ২ লাখ ৫ হাজার ৯২৯জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ২৫৬জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬০হাজার ৮১৫জন।

বাংলাদেশ দূতাবাস রিয়াদের তথ্য অনুযায়ী করোনায় প্রাণ যাওয়া ৭ বাংলাদেশি চিকিৎসক হলেন, ডা. আফাক হোসেন মোল্লা, ডা. রওনক মোঃ সফি উল্লাহ্‌, ডা. গোলাম মোস্তফা, ডা. আনোয়ার উল হাসান, ডা. আব্দুর রহিম, ডা. ফারহানা হক তানিয়া। অপরজনের নাম জানা যায়নি।

এছাড়া রিয়াদের দুটি বেসরকারী ক্লিনিকে কর্মরত বাংলাদেশি চিকিৎসক ডা. আনোয়ারুল হক এবং ডা. শফিকুল হকের স্ত্রী রিয়াদে মৃত্যুবরণ করেছেন।

এদিকে সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

সিলেটভিউ২৪ডটকম/৫ জুলাই ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন