আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

যে কারণে দেখা যাবে না আজ রাতের চন্দ্রগ্রহণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৫ ২২:০১:০২

সিলেটভিউ ডেস্ক :: আজ ৫ জুলাই রাতে আংশিক চন্দ্রগ্রহণ হবে। এই চন্দ্রগ্রহণের তেমন কোনো প্রভাব দৃশ্যমান হবে না। কারণ, পৃথিবীর শেষের দিকের আংশিক ছায়া গিয়ে পড়বে চাঁদের উপর। খালি চোখে যা দেখা সম্ভব না। বাকি গ্রহণের মতো প্রকট হবে না।

২০২০ সালে মোট চারটি চন্দ্রগ্রহণ দেখা যাবে। প্রথম চন্দ্রগ্রহণটি জানুয়ারিতে হয়েছিল, দ্বিতীয়টি জুনে, তৃতীয়টি জুলাই মাসে হবে এবং চতুর্থ ও শেষটি নভেম্বরে হবে।

টাইময়ানডেট ডটকমের হিসাবে, ‘পেনম্ব্রাল চন্দ্রগ্রহণ’ ৫ জুলাই, ২০২০ সকাল নয়টায়। তবে এই গ্রহণ ভারত ও বাংলাদেশে দেখা যাবে না।
আবহাওয়া অফিসের তথ্য মতে,  ৯টা ৪ মিনিট ৩০ সেকেন্ডে  গ্রহণ শুরু হয়ে  এবং ১১টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে।

৫ জুলাই যে আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ, পশ্চিম ইউরোপ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগরে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

সিলেটভিউ২৪ডটকম/৫ জুলাই ২০২০/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন