আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

সীমান্ত এলাকা থেকে পিছু হটলো ভারত-চীনের সেনারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৬ ১৮:২৪:৩৫

সিলেটভিউ ডেস্ক :: সীমান্তে উত্তেজনার মধ্যে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে কিছুটা পিছিয়ে সেনা সরিয়েছে ভারত ও চীন। উত্তেজনা কমাতে ‘বাফার জোন’ তৈরির উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে জানা গেছে। খবর আনন্দবাজারের।

জানা গেছে, গালওয়ানে প্রায় এক-দু’কিলোমিটার পিছিয়েছে চীন সেনা। তবে গালওয়ান নদীর তীরে এখনও পিপলস লিবারেশন আর্মির সাঁজোয়া গাড়ি রয়েছে।

ভারতীয় বাহিনীও আগের অবস্থান থেকে কিছুটা পিছিয়ে এসেছে। গত ২২ এবং ৩০ জুন দুই সেনাবাহিনীর মধ্যে বৈঠকের পর এই সেনা পিছানো হলো।

এরআগে গত ১৫ জুন গালওয়ানে ভারত-চীনা সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। চীনেরও সেনা হতাহত হয়।


সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/৬ জুলাই ২০২০/ডেস্ক/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন