আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

দিল্লিতে করোনাভাইরাসের জরুরি ওষুধ বিক্রি হচ্ছে কালোবাজারে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৭ ২০:১৪:৫৩

সিলেটভিউ ডেস্ক ::করোনাভাইরাস চিকিৎসায় ভারতে যে দুটি জীবন রক্ষাকারী ওষুধের চাহিদা সবচেয়ে বেশি, সেগুলো এখন দিল্লিতে কালোবাজারে বিক্রি হচ্ছে।

বিবিসি জানিয়েছে, ভাইরাস-রোধী রেমডিসিভির এবং টসিলিজুমাবের চাহিদা এতটাই বেড়ে গেছে যে সেগুলো এখন আর খোলা বাজারে পাওয়া যাচ্ছে না।

করোনা আক্রান্ত রোগীর স্বজনরা কালোবাজারিদের কাছ থেকে চড়া মূল্যে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন

অভিনব শর্মা নামে একজনের সঙ্গে কথা বলেছে বিবিসি, যার চাচা করোনাভাইরাসে আক্রান্ত। তারা অবস্থা খারাপ হওয়ার পর ডাক্তার শেষ চেষ্টা হিসেবে রেমডিসিভির ব্যবহার করার পরামর্শ দেন।

কিন্তু সেটা খোলা বাজারে পাওয়া এতটাই কঠিন যে শেষ পর্যন্ত সাতগুণ দাম দিয়ে তাকে সেটা কিনতে হয়।

রেমডিসিভির-এর সরকারি বাজার মূল্য ৫ হাজার ৪০০ রুপি। কিন্তু কালোবাজারিরা এর জন্য ৩০ হাজার থেকে ৩৮ হাজার রুপি পর্যন্ত দাম হাঁকছে।

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য এখন পর্যন্ত কোনও অনুমোদিত ওষুধ নেই। বিশ্বের বিভিন্ন দেশ কার্যকরী ওষুধ নিয়ে গবেষণা করছে। এরই একটি হলো রেমডেসিভির।

গিলিয়াড সায়েন্সেস-এর তৈরি এ ওষুধটি মূলত ইবোলার চিকিৎসায় ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। এতে সফলতা এসেছিলো খুবই কম।

তবে বিভিন্ন পশুর শরীরে চালানো বেশ কয়েকটি পরীক্ষায় দেখা গেছে, কোভিড-১৯, সার্স ও মার্সসহ করোনাভাইরাস সংক্রান্ত সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় এ ওষুধ কার্যকর।



সৌজন্যে : বিবিসি
সিলেটভিউ২৪ডটকম/৭ জুলাই ২০২০ /ডেস্ক/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন