আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ব্রাজিলে করোনায় মারা গেছে ৭০ হাজার ৪০০, আক্রান্ত ১৮ লাখ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১১ ১১:০৯:২১

সিলেটভিউ ডেস্ক :: মহামারী করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান। লাতিন আমেরিকার দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ লাখ ছাড়িয়ে গেছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে। তাতে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৪০০। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় নতুন করে যোগ হয়েছে ৪৫ হাজার।

এদিকে, যুক্তরাষ্ট্রে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে; আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার।

সিলেটভিউ২৪ডটকম/১১ জুলাই ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন