Sylhet View 24 PRINT

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশি কয়েকজন আহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৫ ০৯:৩৯:৪৫

সিলেটভিউ ডেস্ক :: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশি কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ বিস্ফোরণে নিহত হননি বলে জানিয়েছেন লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন।

বৈরুতে বিস্ফোরণস্থলের নিকটেই ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়। তবে বিস্ফোরণে এর ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আবদুল্লাহ আল মামুন জানান, আহতের সংখ্যা অনন্ত ১০ জন। এদের মধ্যে দুইজন গুরুতর জখম হয়েছেন, বাকিরা কানে ও মাথায় ব্যথা পেয়েছেন।

দূতাবাসের হেড অফ চ্যান্সারি আরও জানান, খবর পেয়েই রাষ্ট্রদূতসহ আমরা বন্দর এলাকায় পৌঁছে যাই এবং আহত বাংলাদেশিদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি।

এদিকে বৈরুতের ঘটনায় লেবাননে আজ বুধবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সরকারিভাবে তিন দিন শোক পালন করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/৫ আগস্ট ২০২০/কালেরকণ্ঠ/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.