আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

ভাইরাস তাড়াতে পাঁপড় খেতে বলা সেই ভারতীয় মন্ত্রী করোনা আক্রান্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৯ ১৩:০১:৩৫

সিলেটভিউ ডেস্ক :: করোনা তাড়াতে ভাবিজি পাঁপড় খাওয়ার পরামর্শ দেওয়া ভারতীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নিজেই এবার করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে জলসম্পদ মন্ত্রণালয়ের এই মন্ত্রী দিল্লির এইমসে চিকিৎসাধীন রয়েছে। খবর কলকাতা ২৪ এর।

দিন কয়েক আগেই করোনা তাড়াতে ভাবিজি পাঁপড় খাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। অর্জুন রাম দাবি ছিল, এই পাঁপড় খেলেই শরীরে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হবে অ্যান্টিবডি। এই মন্তব্য তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তিনি সমালোচিত হন।

যদিও যে রোগ তাড়াতে তিনি অন্যকে পাঁপড় খাওয়ার পরামর্শ দিলেন এবার তিনিই সেই রোগে আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও।

সিলেটভিউ২৪ডটকম/০৯ আগস্ট ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন