আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

প্রস্তুত ইসরায়েল, লেবাননের সাথে যুদ্ধই হবে শেষ পরিণতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১১ ১০:৪৪:১৮

সিলেটভিউ ডেস্ক :: ইসরায়েল এবার লেবাননের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে। তেল আবিবের উপর যুদ্ধ চাপিয়ে দিলে ইসরায়েলও লেবাননের সাথে যুদ্ধ করতে প্রস্তুত বলে সোমবার এই হুমকি দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ। খবর ইয়েনি সাফাক এর।

তিনি মনে করেন, গত দশকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভঙ্গুর ও অনিশ্চিত ছিল। ইসরায়েল ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখার ও সিরিয়ার কার্যক্রম বন্ধের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও এসময় তিনি জোর দিয়ে বলেন।

লেবাননের সাথে যুদ্ধই হবে শেষ পরিণতি বলে জানিয়ে তিনি আরও বলেছেন, যদিও হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ আমাদের বৃহত্তম শত্রু, তবে তিনি লেবাননের জন্যও সমস্যা। ইসরায়েলে সম্পূর্ণ শান্তি ও সেখানে অবস্থিত আমাদের লোকদের ফিরে আনা ব্যতীত গাজার প্রতি আমাদের কোনো আগ্রহ নেই।

উল্লেখ্য, ২০১৬ সালের এপ্রিলে ফিলিস্তিনের প্রতিরোধ দল হামাস চারজন ইসরায়েলি সেনাকে বন্দী করে। এছাড়াও গাজায় ২০১৪ সালে ইসরায়েলি সেনা অরন শোল নামে একজন নিখোঁজ হন। এ নিয়ে দুই দেশের সম্পর্কে উত্তেজনা আগে থেকেই।

সিলেটভিউ২৪ডটকম/১১ আগস্ট ২০২০/ডেস্ক/ মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন