আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

১১ বছর পর বড় মন্দার কবলে যুক্তরাজ্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১২ ১৭:৪৬:৩৩

সিলেটভিউ ডেস্ক :: গত ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো সবচেয়ে বড় মন্দার মুখোমুখি হয়েছে যুক্তরাজ্য।

করোনাভাইরাসের কারণে লকডাউন জারি করার পর এপ্রিল থেকে জুন মাসের অর্থনীতিতে এই মন্দার ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

খবরে বলা হয়, বছরের প্রথম তিনমাসের তুলনায় এই সময়ে অর্থনীতি ২০.৪ শতাংশ সংকুচিত হয়ে যায়। তবে কর্মকর্তারা বলছেন, জুন মাসে চলাচলে নিষেধাজ্ঞা সহজ হতে শুরু করার পর অর্থনীতি আবার সচল হয়ে উঠেছে।

২০০৯ সালের পর যুক্তরাজ্যের অর্থনীতিতে এমন পতন দেখা যায়নি।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যানবিষয়ক কার্যালয় (ওএনএস) জানিয়েছে, সেবা খাতে সবচেয়ে বেশি অর্থনৈতিক পতন দেখা গেছে।

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে গত কয়েকমাস দোকানপাট, কল-কারখানা ও নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল। এমন অবস্থায় থমকে পড়ে দেশটির অর্থনীতি।



সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০২০/ডেস্ক/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন