আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

‘করোনা না হলে ভারত হত বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১২ ১৯:৪৮:৪২

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাস মহামারী আঘাত না হানলে আগামী ৮ বছরে ভারত বিশ্বের প্রথম তিন শক্তিশালী অর্থনীতিসম্পন্ন রাষ্ট্র হত বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

মঙ্গলবার দিল্লিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে এ দাবি করেন তিনি। খবর এবিপির।

রাজনাথ বলেন, যদি এই মহামারীর সংক্রমণ না হত, তাহলে সম্ভবত সাত বা আট বছরের মধ্যে আমরা প্রথম তিন অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্রের তালিকায় ভারতের নাম তুলতে সক্ষম হতাম।

তিনি আরও বলেন, আমরা আশাবাদী, করোনা সংক্রমণের বিরুদ্ধে কঠোর লড়াইয়ের মাধ্যমে আমরা সেই লক্ষ্যে পৌঁছাব।

এদিকে মানচিত্র পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে চলমান উত্তেজনার মধ্যে নেপালের সঙ্গে কূটনৈতিক বৈঠকে বসতে যাচ্ছে ভারত।

আগামী ১৭ আগস্ট নেপালের পররাষ্ট্র সচিব এবং কাঠমান্ডুতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বৈঠকে বসছেন। নিয়মিত বৈঠক বলা হলেও এতে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হবে বলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০২০/ডেস্ক/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন