আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৫ ২০:৩৪:২৮

সিলেটভিউ ডেস্ক :: ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার। দোহা ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অন্যান্য উপসাগরীয় আরব দেশগুলোর মতো যোগ দেবে না। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীরণ ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের উত্তর হতে পারে না।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোলওয়াহ আল-খাতের সোমবার ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এটা ভাবি করি না, এই দ্বন্দ্বের মূল কারণ ছিল সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং এটা কোনো উত্তর হতে পারে না।

মঙ্গলবার হোয়াইট হাউসে নির্ধারিত অনুষ্ঠানে বাহরাইন-সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীরণের চুক্তি স্বাক্ষরের আগেই আল-খাতের এমন মন্তব্য করেন।

এই চুক্তিতে ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে কৌটনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা ও অন্যন্য সম্পর্কের বিষয়গুলো স্থান পাবে। তবে ফিলিস্তিনিরা প্রথম থেকেই এই চুক্তির নিন্দা জানিয়ে আসছে।




সিলেটভিউ২৪ডটকম / ১৫ সেপ্টেম্বর, ২০২০ / আল জাজিরা / জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন