Sylhet View 24 PRINT

দাবানলের কারণ বিজ্ঞান জানে না: ট্রাম্প

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৬ ১১:৪৮:২৫

সিলেটভিউ ডেস্ক :: দাবানলের ভয়াবহ আগুনে পুড়ছে ক্যালিফোর্নিয়া। চলছে নানা সমোলোচনা-বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দাবানল বিতর্কের আগুনে আরও হাওয়া দিলেন। সোমবার সেখানে পৌঁছেই জলবায়ু পরিবর্তনের সঙ্গে দাবানলের সংশ্লিষ্টতা নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি না বিজ্ঞান জানে। দ্রুত সবকিছু ঠাণ্ডা হয়ে আসবে, আপনারা দেখবেন।’

তার মতে দাবানলের পেছনে মূলত দায়ী বনভূমি কম থাকা। একই দিনে ডেলওয়্যার রাজ্যের এক প্রচারণায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেন, ‘দেশটিতে একের পর এক দাবানলের সব দায় ট্রাম্পের। ট্রাম্প যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন যুক্তরাষ্ট্রের আরও এলাকা পুড়তে থাকবে।’

ক্যালিফোর্নিয়ার ম্যাককেল্লান বিমানবন্দরে পৌঁছেই সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। দাবানলের পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেন, ‘আমি মনে করি, এখানে ব্যবস্থাপনাগত সমস্যাই বেশি।’

ইউরোপের দক্ষিণাঞ্চল থেকে নিয়ে অস্ট্রেলিয়া ও অন্যান্য এলাকার দাবানলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, অন্যান্য দেশের যুক্তরাষ্ট্রের মতো সমস্যা নেই। তাদের অনেক বিস্ফোরকপ্রবণ গাছ থাকাতে দ্রুত আগুন ধরে যায়।

ট্রাম্প বলেন, জলবায়ু পরিবর্তনের কথা যখন আসে তখন দেখুন ভারত কি তাদের পদ্ধতি বদল করেছে? রাশিয়া বা চীন করেছে?

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ে ক্ষমতায় আসার আগ থেকেই সমালোচনামুখর ট্রাম্প।

সূত্র: বিবিসি।

সিলেটভিউ২৪ডটকম/১৬ সেপ্টেম্বর ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.