আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২১ ০০:১৯:৫৭

সিলেটভিউ ডেস্ক :: সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে সামরিক প্রোজেক্টাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। গতকাল শনিবারের এই ঘটনায় কমপক্ষে পাঁচ জন নাগরিক আহত হয়েছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। খবর মিডিল ইস্ট আই এর।

সৌদি প্রেস এজেন্সি দেশটির প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্রের বরাত দিয়ে বলছে, জিজান প্রদেশের সীমান্ত এলাকার একটি গ্রামে সামরিক প্রোজেক্টাইল হামলায় তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাঁচ বেসামরিক নাগরিক সামান্য আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

মিডিল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, এই হামলার ঘটনায় দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনে পাঁচ বছরের বেশি সময় ধরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। প্রায়ই ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়।

সিলেটভিউ২৪ডটকম/২১ সেপ্টেম্বর ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন