আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সৌদি আরব যেতে প্রবাসীদের লাগবে স্মার্ট ফোন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৪ ১৩:৩২:৪০

সিলেটভিউ ডেস্ক :: আন্তর্জাতিক ফ্লাইট চালু করার পর বাংলাদেশিদের সৌদিতে কর্মস্থলে ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে ভিসার মেয়াদ, ফ্লাইট সংকট থাকায় কিছুটা জটিলতায় পড়তে হচ্ছে প্রবাসীদের।

সৌদিয়া এয়ারলাইন্স বিশেষ ফ্লাইটের পাশাপাশি নিয়মিত ফ্লাইটে যাত্রী নেওয়া শুরু করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও প্রবাসীদের সৌদিতে ফেরাতে ফ্লাইট পরিচালনা শুরু করবে। তবে, করোনা মহামারির মধ্যে সৌদিতে ফিরতে প্রবাসীদের মানতে হবে স্বাস্থ্যবিধিসহ কিছু শর্ত।

প্রত্যেককে অবশ্যই সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশন মোবাইলে ইনস্টল করতে হবে, যার জন্য লাগবে স্মার্ট ফোন। এ কারণে স্মার্ট ফোন ছাড়া সৌদিতে গেলে পড়তে হবে বিপত্তিতে, হতে পারে বড় অংকের জরিমানা।

সিলেটভিউ২৪ডটকম/২৪ সেপ্টেম্বর ২০২০/এভিয়েশননিউজ বিডি/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন