আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

এবার আসছে হাইড্রোজেনচালিত যাত্রীবাহী উড়োজাহাজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৪ ১৩:৪৪:৫৪

সিলেটভিউ ডেস্ক :: ২০৩৫ সালের মধ্যে বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত যাত্রীবাহী বিমান তৈরির ঘোষণা দিয়েছে বিমান নির্মাতা প্রতিষ্ঠান ‘এয়ারবাস’।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, হাইড্রোজেন চালিত তিনটি দৃষ্টিনন্দন নকশার বিমান তৈরি করা হবে। গ্যাস টারবাইন ইঞ্জিনযুক্ত এসব বিমান চলবে তরল হাইড্রোজেন পুড়ে। ২শ জন যাত্রী নিয়ে এই বিমান পাড়ি দিতে পারবে দুই হাজার মাইল। বিশ্বের মোট কার্বন নিঃসরণের ৩ শতাংশ আসছে এভিয়েশন খাত থেকে।

নতুন বিমানগুলোর কার্যক্রম শুরু হলে এভিয়েশন খাত থেকে কার্বন নিঃসরণের হার অনেক কমে আসবে বলে আশা প্রকাশ করেন এয়ারবাসের প্রধান নির্বাহী।
হাইড্রোজেন একটি নিরাপদ জ্বালানি,যা শুধু বাষ্প নির্গত করে। ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশ হাইড্রোজেনচালিত ইঞ্জিন তৈরিতে শতকোটি ইউরো বিনিয়োগ করছে।

সিলেটভিউ২৪ডটকম/২৪ সেপ্টেম্বর ২০২০/এভিয়েশননিউজ বিডি/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন