আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ১৮

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৮ ১২:৩১:০৮

সিলেটভিউ ডেস্ক :: নাইজেরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে এক সন্ত্রাসী হামলায় অন্তত ১৮ জন নিহতের ঘটনা ঘটেছে। বর্নো প্রদেশে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে এ হামলার ঘটনা ঘটেছে। রবিবার বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ জন সেনা সদস্য, ১০ জন পুলিশ কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাইজেরিয়ান রয়েছে।

এদিকে ঘটনার পর পরই হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস। তারা জানায়, বাগা শহরের মূল সড়কে স্থলমাইন পুতে রেখেছিলো তারা। গাড়ি ওপর দিয়ে যাওয়ার সময়ই ঘটে বিস্ফোরণ। এরপরই, চারপাশ থেকে গোলাগুলি শুরু হয়। বিস্ফোরণের পর পুলিশের দুইটি যানও ছিনিয়ে নেয় জঙ্গিরা। পরবর্তীতে সেনা অভিযানে সেগুলো উদ্ধার হয়।

সিলেটভিউ২৪ডটকম/২৮ সেপ্টেম্বর ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন