আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

‘সোলাইমানিকে হত্যা করে আইএসকে পুনর্গঠিত করছে যুক্তরাষ্ট্র’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-৩০ ২০:৩৮:৫৫

সিলেটভিউ ডেস্ক :: জঙ্গিগোষ্ঠী আইএসকে পুনর্গঠিত করতেই ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ দাবি করেছেন।

যুক্তরাষ্ট্র আবারও আইএসকে সংগঠিত করার চেষ্টা শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি অব্যাহত রাখার অজুহাত দাঁড় করানোর জন্য এরইমধ্যে আইএসকে আবার সংগঠিত করার কাজ শুরু করেছে তারা।

ভাষণে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ফ্রান্সের হস্তক্ষেপেরও সমালোচনা করেন হিজবুল্লাহ মহাসচিব।
তিনি বলেন, প্যারিস চায় লেবাননের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক শক্তি দৃশ্যপট থেকে সরে দাঁড়াক এবং সংখ্যালঘুরা ক্ষমতা গ্রহণ করুক।

গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলাইমানি, ইরাকের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হাশদ আল-শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ আরও কয়েকজন।

এ হত্যাকাণ্ডের জেরে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক তলানিতে নেমে আসে।


সিলেটভিউ২৪ডটকম/৩০ সেপ্টেম্বর ২০২০/ যুগান্তর / জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন