আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

সম্পত্তি কিনলে কাতারে মিলবে সপরিবারে থাকার সুযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-১৭ ২৩:৪২:০৩

সিলেটভিউ ডেস্ক :: রিয়েল এস্টেট খাতকে লাভজনক ও অভিবাসীদের ব্যবসা বাণিজ্য সহজ করার সুবিধার্থে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে কাতার সরকার।

কাতারের কিছু নির্ধারিত এলাকায় সম্পত্তি কিনলে কাতারি নাগরিকের স্পন্সর ছাড়াই সপরিবারে থাকার সুযোগ পাবেন বিদেশিরা।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সফলভাবে আয়োজন করতে নানামুখী উদ্যোগ নিয়েছে কাতার। বিশ্বের বিভিন্ন দেশে নানা খাতে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করলেও নিজেদের দেশে কোনো বিদেশি নাগরিকের বিনিয়োগের সুযোগ দেয়নি এত দিন।

তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশের প্রথা ভেঙে বিদেশিদের কাতারে সম্পত্তি কিনলে স্থায়ী ও অস্থায়ী নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

সিলেটভিউ২৪ডটকম/১৭ অক্টোবর ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন