আজ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ইং

ইরানে হিজাব না পরে সাইকেল চালিয়ে গ্রেপ্তার তরুণী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২১ ২০:৫২:০৭

সিলেটভিউ ডেস্ক :: হিজাব না পরে সাইকেল চালানোয় ইরানে গ্রেপ্তার করা হলো এক তরুণীকে। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের প্রশাসনের পক্ষ থেকে এই গ্রেপ্তারির কথা জানানো হয়েছে। ইরানের নাফাজাবাদের গভর্নর মোজাতাবা রাই জানিয়েছেন, এক তরুণী যিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন ও নিয়মভঙ্গ করেছেন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ওই তরুণী হিজাব না পরে মসজিদের সামনে দিয়ে সাইকেলে চেপে যাচ্ছেন। মোবাইলে তোলা এমন একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপরই কাড়া পদক্ষেপ নেয় প্রশাসন। কেন ওই নারীর হিজাব খুলে ঘুরলেন, তা জানতে তদন্তও শুরু হয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর নাফাজাবাদ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়। ১৯৭৯ থেকে ইরানে ইসলামিক রুল অনুযায়ী, প্রত্যেক নারীর হিজাবে মাথা ঢাকতে হয়। কিন্তু অনেক সময়ই নারীরা সেই নিয়ম মানতে চান না ও হিজাব সরিয়ে ফেলেন। বিশেষত তেহরানের মতো বড় শহরে এমন ঘটনা প্রায়শই ঘটতে দেখা যায়।


সিলেটভিউ২৪ডটকম / ২১ অক্টোবর, ২০২০ / গার্ডিয়ান / জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন