আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বিখ্যাত ব্র্যান্ড রিবক বিক্রি করে দিচ্ছে আডিডাস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৩ ০০:২৩:২৫

সিলেটভিউ ডেস্ক :: বিখ্যাত ব্র্যান্ড রিবক বিক্রি করে দিচ্ছে খেলার পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আডিডাস। এর আগে ব্র্যান্ডটিকে শেষ বারের জাগিয়ে তুলতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে আডিডাস।

জার্মান গণমাধ্যম ম্যানেজার ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর দিয়েছে ফোর্বস।

আডিডাস ২০২১ সালের মার্চ মাসের পূর্বেই রিবক বিক্রি করে দিতে চায়। এ জন্য কোম্পানির অভ্যন্তরীণ একটি দল কাজ করে যাচ্ছে। তারা অন্য কোম্পানিগুলোর সঙ্গে চুক্তির চেষ্টা করছে।

আডিডাসের সিইও ক্যাস্পার রোরস্টেড জানিয়েছেন, তিনি আশা করেন রিবক বিক্রি করে প্রায় ২.৪ বিলিয়ন ডলার পাবে আডিডাস। তবে করোনা পরিস্থিতির কারণে এটি হয়ত কমিয়ে আনতে হবে।

যেসব কোম্পানি রিবক কিনতে চাইছে তাদের মধ্যে রয়েছে ভিএফ কর্প। রিবক বিক্রির খবরে আডিডাসের শেয়ার ৩.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২৩ অক্টোবর ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন