আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, সুদানবাসীর বিক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৪ ১৯:৪৭:২০

সিলেটভিউ ডেস্ক :: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের জান্তা সরকার সিদ্ধান্ত নেয়ার পর দেশটির জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। শুক্রবার সন্ধ্যায় তারা রাজধানী খার্তুমে সমাবেশ করেন এবং সুদানের সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি প্রত্যাখ্যানের আহ্বান জানান।

এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের আলোচনা, শান্তি ও সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধিতা করে স্লোগান দেন।

তারা বলেন, আমরা আত্মসমর্পণ করব না এবং ফিলিস্তিনিদের ছেড়ে যাব না। আমরা তাদের পাশেই আছি। সমাবেশ থেকে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকায় আগুন দেন।

এদিকে, সুদানের কয়েকটি রাজনৈতিক দলও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে।

তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরুদ্ধে তারা একটি জোট গঠন করবে। সুদানি বাথ পার্টির মুখপাত্র মুহাম্মাদ ওয়াদা সাঈদ বলেন, জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারা কঠোরভাবে ইসরায়েলের সঙ্গে সুদানের সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি প্রত্যাখ্যান করছেন।



সিলেটভিউ২৪ডটকম/২৪ অক্টোবর ২০২০ /পার্সট্যুডে /জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন