আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

চীনকে রুখতে সীমান্তে ৪৭ সেনা ঘাঁটি ভারতের!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৫ ১৯:০৪:৩৫

সিলেটভিউ ডেস্ক :: লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে ভারত-চীন উত্তেজনা কমছেই না। চীনকে রুখতে প্রতিনিয়তই মিত্রদের নিয়ে শক্তি বাড়াচ্ছে নয়াদিল্লি। তারই ধারাবাহিকতায় লাদাখ সীমান্তে নতুন করে ৪৭টি বর্ডার আউটপোস্ট বা চৌকি বানানো হচ্ছে।

এর আগে, ওই অঞ্চলে রাস্তা ও একাধিক সেতু নির্মাণ করে নরেন্দ্র মোদি প্রশাসন। যা নিয়ে মূল আপত্তি শি জিনপিং প্রশাসনের। ভারতকে অবকাঠামো নির্মাণ কাজ বন্ধ করারও হুমকি দেয় বেইজিং।

ভারত যেমন নির্মাণ কাজ জারি রেখেছে তেমনি, ৪৫ দিনে ১২টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, সুপারসনিক বিভিন্ন আধুনিক অস্ত্রের পরীক্ষা করেছে দেশটি।

এদিকে চীনকে সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ-নিয়ে ভারতকে পরামর্শ দিতে নয়াদিল্লি সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। বেইজিংকে চাপে রাখতে পশ্চিম প্রশান্ত মহাসাগরে কোস্টগার্ড জাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।



সিলেটভিউ২৪ডটকম/২৫ অক্টোবর ২০২০ /বিডি-প্রতিদিন /জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন