আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মার্শাল আইল্যান্ডে প্রথম করোনা শনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৯ ১২:৪৩:১৩

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বের হাতে গোণা কয়েকটি স্থানের মধ্যে একটি মার্শাল আইল্যান্ড, যেখানে করোনাভাইরাস তার ছায়া ফেলতে পারেনি। সম্প্রতি ওশেনিয়া মহাদেশের এই দেশটিতেও প্রথমবারের মতো করোনা রোগী পাওয়া গেছে বলে খবর প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিবিসি জানিয়েছে, সেখানে প্রথমবারের মতো দুই ব্যক্তির করোনা ধরা পড়েছে। এর মধ্যে একজন নারী (৩৫) এবং অপরজন পুরুষ (৪৬)।

মার্শাল আইল্যান্ডের সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে দুই কর্মীর করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। তারা গত মঙ্গলবার হাওয়াই থেকে মার্শাল আইল্যান্ডে এসেছিলেন। তবে সামরিক ফ্লাইটে তারা মার্শাল আইল্যান্ডে পৌঁছানোর পরপরই তাদের আইসোলেশনে রাখা হয়।

গত মার্চে করোনা মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার পর থেকেই সীমান্ত বন্ধ রেখেছিল মার্শাল আইল্যান্ড।

সিলেটভিউ২৪ডটকম/২৯ অক্টোবর ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন