আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

আর্মেনিয়ার দুই যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি আজারবাইজানের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৯ ২০:৫৩:১২

সিলেটভিউ ডেস্ক :: আর্মেনিয়ার দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আজারবাইজান।বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে।এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

এক বিবৃতিতে বলা হয়, গুবাদলিতে আজারবাইজানি অবস্থানে আর্মেনিয়ার যুদ্ধবিমান উড়ছিল। দুপুরের পর সুখোই-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয় বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে অস্বীকৃত নাগোরনো-কারাবাখ কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, আজারবাইজানের সঙ্গে ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে যুদ্ধে ১১১৯ যোদ্ধা নিহত হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার বিরোধীয় নাগোরনো-কারাবাখ অঞ্চলে যুদ্ধে নিহত ৩০ আর্মেনীয় সেনার লাশ ফেরত দিয়েছে আজারবাইজান।এসব লাশ ইয়েরেভেন গ্রহণ করেছে।

আন্তর্জাতিকভাবে নাগোরনো-কারাবাখ আজারবাইজানি অঞ্চল বলে স্বীকৃত। ৯০ এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশের মধ্যে সংঘাতে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।  ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে দেশ দুটির মধ্যে সংঘাত শুরু হয়।  তৃতীয়বারের মতো দেশ দুটি যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুদ্ধে জড়িয়ে পড়ে।  



সিলেটভিউ২৪ডটকম/২৯ অক্টোবর ২০২০/যুগান্তর /জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন